প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ভিত্তিক বক্তেব্যর অভিযোগে মানববন্ধন

প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ভিত্তিক বক্তেব্যর অভিযোগে মানববন্ধন

মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের নামে মিথ্যা,বানোয়াট ভিত্তিহীন তথ্য ও সুনাম ক্ষুন্ন করে বক্তব্য দেয়ার অভিযোগ উঠেছে যশোরের মনিরামপুর চেয়ারম্যনের বিরুদ্ধে। এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ।
 
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে মনিরামপুর বাজারে অনুষ্ঠিত  মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মনিরামপুর পৌরসভার মেয়র সাবেক অধ্যক্ষ মাহমুদুল হাসান বলেন,নাজমা খানমের এমন কর্মকাণ্ডে তীব্র প্রতিবাদ জানচ্ছি আমরা। ইতোমধ্যে উপজেলা পরিষদের বিভিন্ন মিটিং-এ উপজেলা চেয়ারম্যান নাজমা খানম-এর অপকর্ম সম্পর্কে আলোচনা হয়েছে। তাকে প্রতিমন্ত্রী সম্পর্কে এমন কু-রুচিপূর্ণ বক্তব্য দেয়ায় জন্য ক্ষমা চাইতে হবে। যতদিন পর্যন্ত সে তার এই কাজের জন্য ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তার সকল কর্মকাণ্ড বয়কট করা হবে।
 
মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়রম্যান। 
পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।