রাজধানীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি : প্রতীকি

রাজধানীর হাজারীবাগে অভিযান চালিয়ে গাঁজা ও নগদ অর্থসহ সোহেল (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর একটি দল।মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে হাজারীবাগ থানার সিটি কলোনি (গনকটুলি) রাম মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৯ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১২ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

হাজারীবাগ থানা সূত্র জানায়, হাজারীবাগের সিটি কলোনি (গনকটুলি) রাম মন্দিরের পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনা বেচার উদ্দেশে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। বিষয়টি টের পেয়ে মাদককারবারিরা কৌশলে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন ঘটনাস্থল থেকে সোহেলকে গ্রেফতার করা হয়। 

এসময় সোহেলের বসতঘরে তল্লাশি করে খাটের নিচ থেকে ছয়টি প্যাকেটে মোট নয় কেজি গাঁজা ও স্টিলের আলমারির ড্রয়ার থেকে মাদক বিক্রির নগদ ১২ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।