পবিত্রতা অর্জনের জন্য ডিলা-কুলুপ ব্যবহারের বিধান
ছবিঃ সংগৃহীত।
প্রশ্ন : পবিত্রতা অর্জনের জন্য পানি ব্যবহারের আগে ডিলা-কুলুপ ব্যবহারের বিধান কি? আমরা অনেকেই মনে করি পানি ব্যবহারের আগে ডিলা-কুলুপ ব্যবহার না করলে তার পবিত্রতা অর্জন হয় না। এ ছাড়া বলা হয় ডিলা-কুলুপ না নিলে তার হাতের খাবার খাওয়া যাবে না?
উত্তর : পবিত্রতা অর্জনের জন্য শুধু ঢিলা কিংবা শুধু পানি কিংবা উভয়টি ব্যবহার করা যেতে পারে। শুধু পানি ব্যবহার করা, শুধু ঢিলা ব্যবহার করা উত্তম। হাদিসে এমনটিই পাওয়া যায়। ঢিলা ও পানি উভয়টি একসাথে ব্যবহার করা ব্যাপারে হাদিসে তেমন পাওয়া যায় না। তবে উভয়টি এক সাথে ব্যবহার করাকে আলেমরা সবচেয়ে উত্তম বলেছেন। আর ঢিলা ব্যবহার না করলে তার হাতের খাবার খাওয়া যাবে না, এ কথা ঠিক নয়।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট