বাজবল’ তত্ত্ব গুঁড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়

বাজবল’ তত্ত্ব গুঁড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়

ছবি:সংগৃহীত

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ‘বাজবল’ তত্ত্বের প্রভাব ভালোভাবেই টের পেয়েছিল পাকিস্তান। প্রথম ইনিংস ৫০০ রান করেও হারতে হয়েছিল স্বাগকিতদের। তবে পরের দুই ম্যাচে দুর্দান্তভাবে ‍ঘুরে দাঁড়িয়ে সিরিজ ঘরে তুলেছে দ্য ম্যান ইন গ্রিনরা।

দ্বিতীয় টেস্টে ইংলিশদের ১৫২ রানে হারিয়ে সমতায় ফেরার পর তৃতীয় টেস্টে ৯ উইকেটের বড় পেয়েছে পাকিস্তান। আর সেই সঙ্গে ইংলিশদের বাজবল তত্ত্বকে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের সাজিদ খান। ১৯ উইকেট শিকার করে সিরিজসেরা হয়েছেন তিনি।

তৃতীয় টেস্টে রাওয়ালপিন্ডিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাব দিতে নেমে স্বাগতিকরা তোলে ৩৪৪ রান। দ্বিতীয় ইনিংসে ইংলিশরা ১১২ রানে অলআউট হলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩৬ রান। ৯ উইকেট হাতে থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

এই জয়ে ৩ বছর পর ঘরের মাঠে প্রথম কোনো টেস্ট সিরিজ জয় করলো ম্যান ইন গ্রিনরা। তারা সবশেষ ২০২১ সালে ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতেছিল। পাকিস্তানকে এমন সিরিজ বিশেষ ভূমিকা পালন করেছেন দুই স্পিনার নোমান আলী ও সাজিদ খান।

শেষ দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের ৩৯টিই তুলে নিয়েছেন এই দুই স্পিনার। আরেকটি উইকেট তুলে নিয়েছেন আরেক স্পিনার জাহিদ মেহমুদ।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের মধ্যে ৭ উইকেট হারায় ইংল্যান্ড। রুট করেন ৩৩ রান। প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া সাজিদ দ্বিতীয় ইনিংসে পান ৪ উইকেট। তাতে রাওয়ালপিন্ডিতে প্রথম স্পিনার হিসেবে ১০ উইকেট নেয়ার রেকর্ড গড়েন এই স্পিনার।