অবসরের সিদ্ধান্ত নিয়ে যা জানালেন নবী

অবসরের সিদ্ধান্ত নিয়ে যা জানালেন নবী

ছবি: সংগৃহীত

আফগান ক্রিকেটের উত্থানের সাক্ষী মোহাম্মদ নবী। আজ বিশ্ব ক্রিকেটে আফগানিস্থানের যে অবস্থান, তার পেছনে বড় অবদান আছে এই অলরাউন্ডারের। ৩৯ বছর বয়সী নবী আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিবেন আগেই জানা যায়। এবার বাংলাদেশের সঙ্গে শেষ ওয়ানডের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানিয়ে দিলেন নিজের অবসরের কথা। 

এসিবি মিডিয়ায় তিনি বলেন, "গত বিশ্বকাপ শেষে আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তারপরে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যোগ্যতা অর্জনের পর আমার মনে হয়েছিল যদি আমি এটি খেলতে পারি তবে এটি দুর্দান্ত হবে" তিনি আরও যোগ করে বলেন, "আমি আর বেশি দিন খেলব না। ঈশ্বরের ইচ্ছা, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে, ওয়ানডেকে বিদায় জানাব।" তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি সিদ্ধান্তটি আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) জানিয়েছেন। তবে ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন।

২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তার। আফগানিস্থানের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলা ক্রিকেটারও তাই তিনিই। এখন পর্যন্ত রেকর্ড ৪৬টি প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডেতে জয়ের স্বাদ পেয়েছেন তিনি। তার নেতৃত্বেই ২০১৫ বিশ্বকাপে অংশ নিয়েছিল আফগানিস্থান।

বাংলাদেশের বিপক্ষে শারজাহতে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজেও দলে আছেন নবী। প্রথম ম্যাচে ব্যাট হাতে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর আফগান ক্রিকেট বোর্ডের ফেসবুক পেজে দেওয়া এক সাক্ষাৎকারে নবী জানিয়েছেন, আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফি খেলেই ওয়ানডে ফরম্যাটকে বিদায় বলবেন তিনি, ‘ইনশাআল্লাহ্‌ আমি চ্যাম্পিয়নস ট্রফি খেলেই ওয়ানডেকে বিদায় বলব।’

আফগানদের হয়ে ১৬৫ ওয়ানডেতে ৩৫৪৯ রান করেছেন নবী। তার ব্যাটিং গড় ২৭.৩০। বল হাতে নবী নিয়েছেন ১৭১ উইকেট।