লক্ষ্মীপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি:সংগৃহীত
লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। জেলা যুবদলের আয়োজনে রবিবার বেলা ১১টার দিকে পৌর শহরের কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি আয়োজন করা হয়।
ক্যাম্পে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ১২ জন চিকিৎসক সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা (ব্যবস্থাপত্র ও ঔষধ) দেন। এ সময় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেয় নেতা-কর্মীরা।
এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশীদুল হাসান লিংকন, যুবদল নেতা বদরুল আলম শ্যামল, জাহাঙ্গীর আলম, লোকমান হোসেন, মামুনুর রশিদ প্রমুখ।
কর্মসূচিতে জেলার শীর্ষ নেতারা বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। মানুষের সেবা করাই হলো দলের নেতা-কর্মীদের কাজ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানুষের পাশে থাকার প্রচেষ্টায় আমাদের এ আয়োজন। বিএনপি ক্ষমতায় আসলে আরও ব্যাপকভাবে জনমুখী সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।