কিশোরগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
প্রতিকী ছবি
কিশোরগঞ্জের ভৈরবে পূর্ব শত্রুতার জেরে দু'পক্ষের সংঘর্ষে কাইয়ূম মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহত কাইয়ূম মিয়া (৫০) ঐ গ্রামের রমিজ উদ্দিন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ধরে দু'পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের সরকার বাড়ি ও কর্তা বাড়ির লোকজনের মধ্যে নানা বিষয় নিয়ে দীর্ঘ ৫২ বছর ধরে বিরোধ চলছে।
এরই ধারাবাহিকতায় উভয় পক্ষের আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রায় এক ডজন খুনের ঘটনা ঘটেছে। এছাড়া বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। এসব ঘটনায় উভয়পক্ষে মামলা-মোকাদ্দমা লেগেই আছে।
পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে সরকার বাড়ি ও কর্তা বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে। প্রতিপক্ষের বল্লমের আঘাতে সরকার বাড়ির বংশের কাইয়ূম মিয়া (৫০) ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
আহতদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মৌটুপি গ্রামের দুটি বংশের ঝগড়া বিবাদ দীর্ঘদিনের। তাদের এসব ঘটনায় একাধিক মামলা চলমান রয়েছে।