কুয়াকাটায় পুকুরে ধরা পড়লো ১০ কেজি ওজনের একটি কোরাল মাছ

কুয়াকাটায় পুকুরে ধরা পড়লো ১০ কেজি ওজনের একটি কোরাল মাছ

ছবিঃ সংগৃহীত।

পটুয়াখালীর কুয়াকাটায় পুকুরে ধরা পড়লো ১০ কেজি ওজনের একটি কোরাল মাছ। শনিবার (২ নভেম্বর) মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের ধূলাসার গ্রামের বাসিন্দা সাইমুন ইসলামের পুকুরে মাছটি ধরা পড়েছে। এ সময় মাছটিকে দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

স্থানীয় বাসিন্দা কাদের পহলান বলেন, পুকুরে এত বড় কোরাল আমি এর আগে দেখিনি।মাছটি দেখে স্থানীয় চাঁন মিয়া বলেন, আমিও পুকুরে কোরাল চাষ করবো। কোরাল চাষে খরচ কম, লাভ বেশি।

সাইমুন বলেন, মাছটি বিক্রির জন্য স্থানীয় কুয়াকাটা মাছ বাজারে নিয়ে গেলে আশানুরূপ দাম না পাওয়ায়, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। এরপর পার্শ্ববর্তী উপজেলা আমতলীর বাসিন্দা ইয়াকুব ঘরামী নামের এক ব্যক্তি ১২০০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় কিনে নিয়ে যান।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল মাছ পর্যাপ্ত খাবার পেলে বছরে সাড়ে ৩ থেকে ৪ কেজি হতে পারে। মাছটি পুকুরে ৩ থেকে ৪ বছর মিনিমাম আছে। পর্যাপ্ত খাবার পেয়েছে। ফলেই মাছের গ্রোথ ভালো রয়েছে।