রাজবাড়ীতে দুটি ট্রেন আটকে রেখে ছাত্রদলের বিক্ষোভ

রাজবাড়ীতে দুটি ট্রেন আটকে রেখে ছাত্রদলের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন ব‌ন্ধের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে বিক্ষোভ ক‌রে‌ছে জেলা ছাত্রদল। এ সময় এক ঘণ্টা সুন্দরবন এক্স‌প্রেস ও মু‌ধুম‌তি এক্স‌প্রেস ট্রেন দু‌টি আট‌কে রাখা হয়।

রোববার (৩ নভেম্বর) বেলা ১১টার দি‌কে রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের ব‌্যানা‌রে রাজবাড়ী রেলও‌য়ে স্টেশ‌নে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ করা হয়। প‌রে রে‌ল কর্মকর্তা‌দের আশ্বা‌সে ট্রেন দু‌টি ছে‌ড়ে দেয় বিক্ষোভকারীরা।

এ সময় বক্তারা জানান, ‌বি‌ভিন্ন মাধ‌্যমে তারা জান‌তে পা‌রেন কু‌ষ্টিয়া, রাজবাড়ী, ফ‌রিদপুর অঞ্চল থে‌কে আগামী ১৫ ন‌ভেম্বর থে‌কে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দু‌টি বন্ধ ক‌রে দেওয়া হ‌বে। যার ফ‌লে রাজবাড়ীসহ ক‌য়েক‌টি জেলার মানুষ রেলসেবা থে‌কে ব‌ঞ্চি‌ত হ‌বে। যে কার‌ণে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন এই রু‌টেই চলাচ‌লের দাবি তা‌দের। দা‌বি আদায় না হলে ক‌ঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী গণমাধ্যমকে বলেন, সকালে কয়েকশ মানুষ রেলওয়ে স্টেশনে এসে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘মধুমতি এক্সপ্রেস’ অবরোধ করেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তবে রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে আমরা কোনো চিঠি পাইনি