গ্লোবাল লিগের জন্য শক্তিশালী দল ঘোষণা রংপুরের, আছেন যারা

গ্লোবাল লিগের জন্য শক্তিশালী দল ঘোষণা রংপুরের, আছেন যারা

ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সসহ ৫টি দেশের ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগের কথা ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। পাঁচটি দেশের বিভিন্ন দল এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। আর এই আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স। 

নভেম্বরের ২৬ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত শুরু হতে চলা গ্লোবাল সুপার লিগের জন্য ১৩ সদস্যের দল নিশ্চিত করেছে রংপুর। যেখানে দলে ৯ বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে রয়েছে চার বিদেশি। এছাড়া ১৪ নম্বর সদস্য হিসেবে  যুক্তরাষ্ট্রের স্টিভেন টেইলরের যোগ হওয়ার কথা রয়েছে।

আসছে ডিসেম্বরের ৩০ তারিখ থেকে মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। এরই মধ্যে দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে রংপুরের হয়ে খেলবেন যারা তাদেরকেই গ্লোবাল সুপার লিগে প্রাধান্য দিয়েছে। গেল আসরের অধিনায়ক নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসানকে ধরে রেখে সরাসরি চুক্তিতে রংপুর দেশীয় ক্রিকেটারদের মধ্যে নেয় অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। এরপর নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার,রিশাদ হোসেন আর বাঁহাতি ব্যাটার আফিফ হোসেনকেও এই টুর্নামেন্টের জন্য পাচ্ছে রংপুর রাইডার্স। ৯ দেশি ক্রিকেটারের মধ্যে বাকি দুই জন লেফট আর্ম স্পিনার আরাফাত সানি ও পেসার কামরুল ইসলাম রাব্বি। 

বিদেশিদের মধ্যেই ইতিমধ্যে চারজনের সাথে চুক্তি সেরেছে রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ম্যাথু ফোর্ডের সাথে যুক্তরাজ্যের টপ অর্ডার ব্যাটার ওয়েইন ম্যাডসেন ও পেসার জ্যাক চ্যাপেল খেলবেন রংপুরের জার্সিতে। যুক্তরাষ্ট্র থেকে রংপুর দলে নিয়েছে বাঁহাতি অফ স্পিনের সাথে ব্যাটিংটাও জানা হারমিত সিংকে। এছাড়া যুক্ত হতে পারেন যুক্তরাষ্ট্রের টপ অর্ডার ব্যাটার স্টিভেন টেইলরও। 

আগামী ২৬ নভেম্বর গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের পর্দা উঠবে। ৭ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে এই আসরের। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। যেখানে সবার সঙ্গেই সবার খেলা থাকবে গ্রুপ পর্বে।

রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, আফিফ হোসেন, মোহম্মদ সাউফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), ওয়েইন ম্যাডসন (ইংল্যান্ড), জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)