গাজায় গ্রেনেড বিস্ফোরণে ইসরায়েলের ৩ সেনা নিহত
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ইসরায়েলের ৩ সেনা নিহত হয়েছে। উত্তর গাজার জাবালিয়া এলাকায় পৃথক অভিযানে ওই ৩ ইসরায়েলি সেনা প্রাণ হারায়।
রোববার সকালে এক বিবৃতিতে ওই ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
আইডিএফের বিবৃতিতে বলা হয়, শনিবার উত্তর গাজায় দুটি পৃথক ঘটনায় নিহত তিন ইসরায়েলি সেনারা হলেন- ইতায় পারিজাত (২০), ইয়ার হানানিয়া (২২) ও শ্নেউর জালমান কোহেন (২০)।
নিহত প্রথম দুজন গিবতী ব্রিগেডের শেকড ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেছেন। এ ঘটনায় আরেক সেনা গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
ইসরায়েল জানিয়েছে, গাজায় নিহত ৩ সেনাই পৃথক স্থানে গ্রেনড হামলায় নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে ইসরায়েলের ৩৭১ জন সেনা প্রাণ হারিয়েছে।