কক্সবাজারে বিপুল পরিমান নকল আকিজ বিড়ি জব্দ

কক্সবাজারে বিপুল পরিমান নকল আকিজ বিড়ি জব্দ

সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। সোমবার (০৪ নভেম্বর) বিকাল তিনটার দিকে আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয়রা জানায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলার মহেশখালী উপজেলার ছোট মহেশখালী এলাকার কয়েকটি হোলসেলস দোকানে অভিযান চালানো হয়। এসময় পাঁচ হাজার (৫,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়।

ভবিষ্যেতে আর কখনো নকল বিড়ি বিক্রি ও মজুদ করবে না এই শর্তে লিখিত অঙ্গিকার নেওয়া হয়। এছাড়া নকল বিড়ি বিক্রিকারী চক্রকে ধরিয়ে দিবে এই শর্তে দশ হাজার টাকা আমানত রাখা হেয়েছে। চক্রকে ধরিয়ে দিতে পারলে দশ হাজার টাকা ফিরিয়ে নিতে পারবে। পরবর্তীতে এ রকম কার্যক্রম পরিচালনা করলে মামলার হুশিয়ার দেওয়া হয়।

আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মোঃ জসিম উদ্দিন জানান, আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের সুনাম নষ্ট করতে কিছু অসাধু চক্র নকল আকিজ বিড়ি তৈরি করছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তারা বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিড়ি বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।