৩৮তম বিসিএস (নন-ক্যাডারের) ফল প্রকাশ

৩৮তম বিসিএস (নন-ক্যাডারের) ফল প্রকাশ

ফাইল ছবি।

৩৮তম বিসিএসের (নন-ক্যাডার) ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মোট ৫৪১ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে  পিএসসি’র ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে।

সুপারিশপ্রাপ্তদের তালিকা www.bpsc.gov.bd এবং http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতায় ছয় হাজার ১৭৩ জন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ পাননি। তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য পাঁচ হাজার ৩২ জন কমিশনে আবেদন করেন।

৩৮ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি।