র‌্যালি শেষে সড়কের আবর্জনা পরিষ্কার করলেন বিএনপির নেতাকর্মীরা

র‌্যালি শেষে সড়কের আবর্জনা পরিষ্কার করলেন বিএনপির নেতাকর্মীরা

সংগৃহীত

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বর্ণাঢ্য র‌্যালি শেষ হওয়ার পর রাজপথে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি ছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক ও বিএনপি সমর্থিত রিকশা-শ্রমিক দলের নেতাকর্মীরা এই পরিষ্কার-পরিছন্নতা অভিযানে অংশ নেন।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় র‌্যালি শেষ হওয়ার পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে চলে এই পরিচ্ছন্নতা অভিযান। 

এর আগে দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন। নয়াপল্টন থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয় র‌্যালি।

শুক্রবার দুপুর ১২টা থেকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল যোগে র‌্যালিতে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। অনেকের হাতে ছিল প্লাকার্ড, পোস্টার, ফেস্টুন।

লাখো মানুষ সমবেত হওয়ায় রাজপথে জমে নানা আবর্জনা। সিটি করপোরেশনের কর্মীদের কষ্টের কথা বিবেচনা করে বিএনপির নেতাকর্মীরা তা পরিষ্কার করেন। এতে তারা বেশ প্রশংসা কুড়ায়। পথচারীদের অনেককে প্রশংসা করতে শোনা যায়।