লেবাননে ইসরায়েলি হামলায় ৬ উদ্ধারকর্মীসহ নিহত ৩১

লেবাননে ইসরায়েলি হামলায় ৬ উদ্ধারকর্মীসহ নিহত ৩১

ফাইল ছবি

লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সর্বশেষ হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন উদ্ধারকর্মী।

দেশটির দেইর কানুন গ্রামে চালানো হামলায় ওই লেবাননি উদ্ধারকর্মীরা প্রাণ হারান। রোববার (১০ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে বালবেক-হার্মেল অঞ্চলে হামলায় ২০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১১ জন প্রাণ হারিয়েছেন কনাইসেহ এলাকায়। হামলায় আহত হয়েছেন আরও ১৪ জন।

এছাড়া লেবাননের দক্ষিণে ইসরায়েলি হামলায় দেইর কানুন গ্রামে ছয় উদ্ধারকারীসহ অন্তত ১১ জন এবং দক্ষিণের হানাওয়ে গ্রামে আরও পাঁচজন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারে হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হওয়ার এক দিন পর শনিবার এসব হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে সম্প্রতি হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। অবশ্য ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, তা এই বিবৃতিতে উল্লেখ করেনি গোষ্ঠীটি।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ১৩৬ জন নিহত এবং প্রায় ১৪ হাজার মানুষ আহত হয়েছেন।