ডা. হানিফ ইমনের মৃত্যুতে আদ্-দ্বীন পরিবারের শোক
ডা. হানিফ ইমন
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ল্যাপারস্কপিক বিশেষজ্ঞ ডা. মো. হানিফ ইমন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ৯টার দিকে যশোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি।
ডা. মো. হানিফ ইমনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আদ্-দ্বীন পরিবার। আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন এবং আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর পৃথক শোকবার্তায় শোক ও সমবেদনা জানান।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন জানান, ডা. হানিফ ইমন একজন নিবেদিত প্রাণ চিকিৎসক ছিলেন। তার মৃত্যুতে আদ্-দ্বীন পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর বলেন, চিকিৎসক ও শিক্ষক হিসেবে ডা. হানিফ ইমন ছিলেন ব্যতিক্রম। তিনি অত্যন্ত ভদ্র এবং সহজ সরল চরিত্রের অধিকারী ছিলেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।