নেত্রকোনায় মাদক ও দেশীয় অস্ত্রসহ বউ-শাশুড়ি আটক

নেত্রকোনায় মাদক ও দেশীয় অস্ত্রসহ বউ-শাশুড়ি আটক

ছবিঃ সংগৃহীত।

নেত্রকোনার মোহনগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক, জাল নোট, অসংখ্য মোবাইল সেটসহ বউ-শাশুড়িকে আটক করেছে যৌথ বাহিনী।

আটক ব্যক্তিরা হলেন-মোহনগঞ্জ উপজেলার কাজিহাটি গ্রামের মো. খোরশেদের স্ত্রী মোছা. শিউলি বেগম (৩৯) ও তার পুত্রবধূ মো. ফয়সাল মিয়ার স্ত্রী মোছা. মদিনা (১৯)।

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ও অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়েরের পর রবিবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম।

এর আগে, শনিবার মধ্যরাতে কাজিহাটি ফয়সালের বাড়িতে দুই ঘণ্টার অভিযান চালিয়ে মাদক, অস্ত্র ও জাল টাকা উদ্ধার করা হয়।

এসময় ফয়সাল পালিয়ে গেলেও তার সহযোগী মা ও স্ত্রীকে আটক করে যৌথবাহিনী। পরে মোহনগঞ্জ থানায় জব্দকৃত মালামালসহ হস্তান্তর করলে পুলিশের এসআই জাহাঙ্গীর বাদী হয়ে মামলা দায়ের করেন।

পুলিশ ও যৌথ বাহিনীর পাঠানো তথ্যে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ উপজেলার কাজীয়াটা গ্রামের মাদক ব্যবসায়ী মো. ফয়সাল হোসেনর বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ফয়সাল পালিয়ে যায়।

কিন্তু তার বাসা তল্লাশি করে বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বাসায় থাকা অস্ত্র, মোবাইল, জাল নোটসহ নগদ টাকা পাওয়া যায়। পরে এ সকল দ্রব্যসহ ফয়সালের সহযোগী স্ত্রী মদিনা আকন্দ (১৯) ও মা শিউলি বেগমকে (৩৯) আটক করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে মাদকদ্রব্য ১০৫০ পিস, ৪টি চাইনিজ কুড়াল, ৪টি চাপাতিসহ মোট ১৯টি অস্ত্র।নগদ ৩০ হাজার টাকা, দুই হাজার টাকা জাল নোট, ১৬টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলসহ ৬টি সিম রয়েছে।