হারাম শরিফে সড়ক দুর্ঘটনায় আহত ১ বাংলাদেশির মৃত্যু

হারাম শরিফে সড়ক দুর্ঘটনায় আহত ১ বাংলাদেশির মৃত্যু

ছবিঃ সংগৃহীত।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর হারাম শরিফে নামাজ আদায় করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন কামরুজ্জামান (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি। দীর্ঘ ১১দিন আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে পরপারে পাড়ি জমালেন তিনি।

শনিবার (৯ নভেম্বর) রাতে তিনি মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ২৯ অক্টোবর সন্ধ্যায় হারাম শরিফ মসজিদে মাগরিবের নামাজ শেষে নিজ বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন।

কামরুজ্জামান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলি গ্রামের হাজী বাড়ির মরহুম আলী আশ্রাফের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১২ বছর ও ৮ বছর বয়সি দুই ছেলে রেখে গেছেন।

নিহতের বড় ভাই মাহবুব হোসেন মামুন জানান, জীবিকার তাগিদে ও পারিবারিক স্বচ্ছলতার আশায় দুই বছর আগে মো. কামরুজ্জামান সৌদি আরবের মক্কায় পাড়ি জমান। গত ২৯ অক্টোবর মক্কার হারাম শরিফে মাগরিবের নামাজ আদায় করে নিজ বাসায় ফেরার পথে তিনি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মক্কার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে ১১দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বাংলাদেশ সময় শনিবার রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঋণের টাকায় কামরুজ্জামান বিদেশে গিয়েছে। অবুঝ ছেলে দুটি স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে পড়ালেখা করে।

এখনো ঋণের টাকা পরিশোধ হয়নি। এখন কী করে ঋণ পরিশোধ করব? আর তার স্ত্রী, দুই ছেলেকে নিয়ে কীভাবে চলবে? বলে কান্নায় ভেঙে পড়েন বড় ভাই মাহবুব।

বিষয়টি নিশ্চিত করে বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব জানান, তার (কামরুজ্জামান) পরিবারের মাধ্যমে মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এ সময় তিনি মরদেহ দেশের আনার বিষয়ে সরকারি সহযোগিতা কামনা করেন।