২৪ ঘণ্টার মধ্যে সাগরে নতুন লঘুচাপ, আবহাওয়া অধিদফতরের বার্তা
ফাইল ছবি
আবহাওয়া অধিদফতর জানিয়েছে— আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। যা পরবর্তী দুই দিনে তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়া অধিদফতরের সিনপটিক অবস্থান অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ রয়েছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এদিকে ঢাকায় আজ সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। দুপুর পর্যন্ত উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।