আফগানদের বিপক্ষে সিরিজ হারের পর যা বললেন মিরাজ

আফগানদের বিপক্ষে সিরিজ হারের পর যা বললেন মিরাজ

মিরাজ

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হারলেও ঘুরে দাঁড়িয়েছিল দ্বিতীয় ম্যাচ দিয়ে। ফলে দুই দলের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল সিরিজ নির্ধারণী যাতে গতকাল মাঠে নেমেছিল দুই দল। শারজায় টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে অধিনায়ক মিরাজ ও মাহমুদউল্লাহর জুটিতে ২৪৪ রানের সংগ্রহ গড়ে টাইগাররা। পরে এ লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে আফগানরা।

আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচে একাদশে ছিলেন নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত। তার বদলে লাল-স-বুজের দলের নেতৃত্ব দিয়েছেন মিরাজ। ব্যাত হাতেও তিনি খেলেছেন দুর্দান্ত, দ্রুত উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়লে মাহমুদউল্লাহকে নিয়ে তিনি গড়েছিলেন ১৪৫ রানের জুটি। নিজে খেলেছেন ৬৬ রানের ইনিংস, মাহমুদউল্লাহ করেন ৯৮ রান।

এদিকে ২৪৪ রানের সংগ্রহ শেষ পর্যন্ত ডিফেন্ড করতে পারেনি টাইগাররা। রহমানুল্লাহ গুরবাজের সেঞ্চুরি ও আজমতউল্লাহ উমরজাইয়ের ৭০ রানের ইনিংসে ৫ উইকেট জিতে আফগানিস্তান। এদিকে হারের পর মাঝের ওভারের বোলিংকে দুষছেন মিরাজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘কঠিন ছিল। ছেলেরা ভালো করেছে। রিয়াদ ভাই ও আমি একটা জুটি করতে পেরেছি। বোলাররা অনেক চেষ্টা করেছে। তবে আমরা মাঝের ওভারে উইকেট নিতে পারিনি।’

আগে ব্যাটিং করার বিষয়ে মিরাজ বলেন, ‘আমরা গত দুই ম্যাচে দেখেছি উইকেটে যথেষ্ট স্পিন আছে। এই জন্যই আমরা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি। পরে শিশির আসায় বল তুলনামূলকভাবে ভালো ব্যাটে আসছিল। কৃতিত্ব ওদের। ওরা খুব ভালো খেলেছে। বিশেষ করে গুরবাজ ও ওমরজাই। আমরা মাঝের ওভারে উইকেট নিইনি। আমাদের ওই সময় উইকেট নেওয়া উচিত ছিল। সেটা করতে পারলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম।’