যৌন নিপীড়নের দায়ে ফরাসি ফুটবলারের জেল
ছবি:সংগৃহীত
ফ্রান্সে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি পেতে যাচ্ছেন ফুটবলার উইসাম বেন ইয়েদের (৩৪)। দেশটির আদালত ফরাসি এই স্ট্রাইকারকে দুই বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন।
তবে প্রসিকিউটর ১৮ মাসের স্থগিতসহ এই ফুটবলারের দুই বছর ছয় মাসের কারাদণ্ড চেয়েছিলেন। বাদীর এক আইনজীবী আদালতে নিপীড়নের শিকার নারীকে ২৫ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। কিন্তু অভিযুক্ত বেন ইয়েদারকে ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগীকে ৫ হাজার ইউরো দিতে নির্দেশ দিয়েছে ফ্রান্সের নিস শহরের আদালত। সেই সঙ্গে ওই নারীর চিকিৎসা ব্যয়ও বহন করতে হবে এই ফুটবল তারকাকে।
শাস্তির ঘোষণার বিরোধিতা করে বেন ইয়েদারের আইনজীবী দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, বেন ইয়েদার নেশাগ্রস্থ অবস্থায় যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। আদালতে বেন ইয়েদার নিজে দাবি করেন, তিনি মাতাল ছিলেন। ওই অবস্থায় কোনো যৌন নিপীড়নের কথা তার মনে নেই।
এর আগে গত সেপ্টেম্বরে বেন ইয়েদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক নারী। এতে বলা হয়, ফ্রেঞ্চ রিভেরায় নিজের গাড়িতে ওই নারীর ওপর যৌন নিপীড়ন চালান বেন ইয়েদার। ঘটনার পর পুলিশ তাকে গাড়ি থামাতে বললেও তিনি পালিয়ে যান। পরে তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার ড্রাইভিং লাইসেন্সও ৬ মাসের জন্য স্থগিত করা হয়। এর আগে গত বছর আরেকটি ঘটনায় বেন ইয়েদারের বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা এবং যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছিল। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের দক্ষিণে।
উল্লেখ্য, গত মৌসুম শেষে মোনাকোর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে ক্লাবহীন অবস্থায় আছেন বেন ইয়েদার। দলটির হয়ে ২০১ ম্যাচে তিনি গোল করেন ১১৮টি, ক্লাবটির হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। ফ্রান্সের হয়ে তিনি খেলেছেন ১৯ ম্যাচ। সবশেষ তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ সালের জুনে।