কুবির ১৮ আবর্তনের নবীন বরণ বুধবার

কুবির ১৮ আবর্তনের নবীন বরণ বুধবার

ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করা হবে। সোমবার (১৮ নভেম্বর) এ বিষয় নিশ্চিত করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, এছাড়াও অতিথি হিসেবে থাকবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, বিশেষ অতিথি হিসেবে থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম। 

নবীন বরণ অনুষ্ঠান-২০২৪ এর আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, আমাদের নবীন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। মূলত তাদেরকে আমাদের পরিবারে বরণ করে নেওয়ার জন্যই আগামী ২০ নভেম্বর আমরা নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। আশা করি এই আয়োজন তাদেরকে নতুন জীবনের শুরুতেই আরও বেশি উৎসাহ এবং প্রেরণা জোগাবে।