আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ফাইল ছবি

সাত মাস পর ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। আইরিশদের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সদস্যের এই দলে অধিনায়ক জ্যোতি। আসন্ন এই সিরিজ দিয়েই লম্বা সময় পর ওয়ানডে দলে ফিরলেন জাহারানার আলম। একই সঙ্গে নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন তাজ নাহার।

আগামী ২৭ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ওয়ানডে ফরম্যাটের সবগুলোই হবে মিরপুরে, প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল ১০ টায়। তার আগে ২৩ নভেম্বর থেকে সিরিজের আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে দুই দল।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডঃ 

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ডবাই: দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদাউস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।