কোহলিকে টপকে অনন্য মাইলফলকের সামনে বাবর আজম
ফাইল ছবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে গতকাল মাঠে নেমেছিল পাকিস্তান। ওয়ানডে সিরিজ জিতলেও সংক্ষিপ্ত ফরম্যাটের প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছিল ম্যান ইন গ্রিনরা। সিরিজের শেষ ম্যাচে গতকাল মাঠে নেমেছিল ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে। তবে শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি সফরকারীরা।
সিরিজের শেষ ম্যাচে ১১৭ রানে অল আউট হওয়ার পর ৭ উইকেটে হেরেছে পাকিস্তান। ধবলধোলাই হওয়া সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের হয়ে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেছেন বাবর আজম। আর তাতেই অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের রান ছিল ৪১৫১। গতকাল ৪১ রান করে এ ফরম্যাটে তার রান হয়েছে ৪১৯২ রান। আর তাতেই বিরাট কোহলিকে টপকে গেছেন তিনি। ভারতীয় এ ব্যাটারকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বাবর।
চলতি বছর ভারতের হয়ে বিশ্বকাপ জেতার পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন কোহলি। এ ফরম্যাটে তার মোট রান ১২৫ ম্যাচে ৪১৮৮। এদিকে কোহলিকে টপকে যাওয়ার পর অনন্য এক মাইলফলকের অপেক্ষায় এখন বাবর।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবথেকে বেশি রানের মালিক ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপ জেতার পর তিনিও এ ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। ১৫৯ ম্যাচে তিনি করেছেন ৪২৩১ রান। অর্থাৎ আর ৪১ রান করলেই রোহিতকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবথেকে বেশি রানের মালিক বনে যাবেন বাবর। শুধু তাই নয়, এ ফরম্যাটে বাবর আরও দীর্ঘদিনই খেলবেন। ফলে প্রথম ব্যাটার হিসেবে এ ফরম্যাটে ৫০০০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার হাতছানিও এখন তার সামনে।