বিজিবির অভিযানে ৪৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বিজিবির অভিযানে ৪৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি:সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৪৩ লাখ টাকার বেশি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে সরাইল ব্যাটেলিয়ান (২৫ বিজিবির) অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়ার ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল। উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

আজ বুধবার (২০ নভেম্বর) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ১২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ইমামি সেভেন অয়েল ও কিউকারপিন হেয়ার অয়েল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪৩ লাখ ৭০ হাজার টাকা। উদ্ধার হওয়া মোবাইল ফোনের ডিসপ্লেসহ ভারতীয় এসব মালামাল আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, সীমান্ত দিয়ে ভারত থেকে যে কোনো ধরনের চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধপরিকর এবং অবৈধ চোরাচালানি মালামাল আটকে তাদের অভিযান অব্যাহত থাকবে।