সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৭০ লাখ টাকার পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৭০ লাখ টাকার পণ্য জব্দ

ছবি:সংগৃহীত

বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর পৃথক অভিযানে ৭০ লাখ টাকার চোরাই পণ্য আটক করা হয়েছে।বুধবার সকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চোরাই পণ্যের চালান আটকের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, পিএসসি।

বিজিবি'র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার (২০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশী রসুন, সুপারি, ভারতীয় মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৭০ লাখ ৩ হাজার ৯০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা  অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানের মাধ্যমে আনা মালামাল জব্দ করা হয়।