বায়তুল মোকাররমে ব্যারিস্টার রফিক-উল হকের জন্য দোয়া মুনাজাত

বায়তুল মোকাররমে ব্যারিস্টার রফিক-উল হকের জন্য দোয়া মুনাজাত

শুক্রবার আছর নামাজের পর ব্যারিস্টার রফিক-উল-হকের রুহের মাগফেরাত কমানা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সাবেক অ্যাটর্নি জেনারেল ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার  রফিক-উল হকের রুহের মাগফেরাত কামনা করে  দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) আছর নামাজের শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। 

দোয়া ও মুনাজাত অনুষ্ঠানে মাও মোঃ ইসহাকের পরিচালনায় ব্যারিস্টার রফিক-উল হকের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন,  ইসলামি ফাউন্ডেশনের পরিচালক মহিউদ্দিন মজুমদার, আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের ডিজিএম (এইচ আর এন্ড এডমিন) তারিকুল ইসলাম মুকুল, বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম, ব্যারিস্টার রফিক-উল হকের জুনিয়র এডভোকেট মুহাম্মদ সালেহ উদ্দিন ও তার পরিবারের আত্মীয়-স্বজন।

দোয়া ও মুনাজাতে বায়তুল মোকাররমে শত শত মুসল্লি অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় রাজধানীর মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেশ বরেণ্য ব্যক্তিত্ব।