এরদোগানের দুই সহযোগী করোনা আক্রান্ত

এরদোগানের দুই সহযোগী করোনা আক্রান্ত

ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পজিটিভ হলেও তাদের দুজনের তেমন কোনো লক্ষণ নেই বলে তারা জানিয়েছেন। চিসিৎসাও প্রায় শেষ পর্যায়ে

রদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন শনিবার সংবাদমাধ্যমকে বলেন, তার হালকা কোভিড-১৯ উপসর্গ রয়েছে এবং চিকিত্সাও শেষের দিকে। তবে তিনি কত দিন ধরে অসুস্থ তা উল্লেখ করেননি।

স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু। তিনি বলেন, ‘গত সোমবার অসুস্থবোধ করার পর তিনি, তার স্ত্রী ও মেয়ের সবার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ‘আমরা এখন কিছুটা ভালো বোধ করছি।

করোনায় আক্রান্ত এ দুই কর্মকর্তা প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে নিয়মিতই যোগযোগ করে থাকেন। শনিবার ভূমিকম্প বিধ্বস্ত এলাকা ইজমির পরিদর্শনেও গিয়েছিলেন তারা।

সরকারি হিসাবে তুরস্কে এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৫২ জনে। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার।আলজাজিরা