দুই দিনের রিমান্ডে ইরফান সেলিম

দুই দিনের রিমান্ডে ইরফান সেলিম

র‌্যাবের হাতে গ্রেফতার ইরফান সেলিম। ফাইল ছবি।

নৌবাহিনী কর্মকর্তাক ওয়াসিফ আহমেদ খান হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে রিমান্ড দিয়েছেন আদালত। 

রবিবার (০১ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার ইরফান সেলিম ও তার দেহরক্ষী মো. জাহিদকে তিন দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ (রোববার) আদালতে হাজির করে পুনরায় তাদের পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের দুজনকে দুই দিনের করে রিমান্ডে মঞ্জুর করেন।

গত সোমবার মাদক সেবনের দায়ে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত ইরফানকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি অবৈধ ওয়াকিটকি রাখা ও ব্যবহারের দায়ে ৬ মাসের কারাদণ্ড দেন।

প্রসঙ্গত, গত রোববার রাতে গাড়িতে ধাক্কার জেরে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খান স্ত্রীকে মারধর করে ইরফানের সাথে থাকা লোকজন।
পরে তাদের বিরুদ্ধে পরদিন সকালে ধানমণ্ডি থানায় মামলা করেন ওয়াসিফ।