ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় এক নারী শ্রমিক নিহত, উত্তরবঙ্গের সঙ্গে রেল চলাচল বন্ধ

ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় এক নারী শ্রমিক নিহত, উত্তরবঙ্গের সঙ্গে রেল চলাচল বন্ধ

দুর্ঘটনা কবলিত ট্রেন ও বাস

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ী এলাকায় ট্রেনের সঙ্গে শ্রমিকবাহী বাসের ধাক্কায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শনিবার (৭নভেম্বর) ভোররাতে কালিয়াকৈরের হাইটেক পার্কের পাশে সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গগামী সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রের জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ভোররাত সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হয়ে ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকা ত্যাগ করার সময় ওই এলাকায় রেল ক্রসিংয়ে শ্রমিকবোঝাই একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাসটিকে দুমড়ে-মুচড়ে ভুঙ্গাবাড়ী এলাকায় নিয়ে গেলে ট্রেনটি বন্ধ হয়ে যায়। এতে অজ্ঞাত এক নারী শ্রমিক  নিহত ও আরো পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাসটি সরানোর জন্য উদ্ধার কাজ চলছে।