দীর্ঘ এক বছর পর হোম অব ক্রিকেটে সাকিব

দীর্ঘ এক বছর পর হোম অব ক্রিকেটে সাকিব

সাকিব আল হাসান

দীর্ঘ এক বছরের বেশি সময় পর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ সোমবার সকালে তিনি হোম অব ক্রিকেটে আসেন। নিষেধাজ্ঞা কাটানোর পর এই প্রথম স্টেডিয়ামে প্রবেশ করলেন সাকিব। ৩৭৫ দিন পর হোম অব ক্রিকেটে এলেন তিনি।এই মহূর্তের জন্য অপেক্ষা করছিল পুরো দেশের ক্রিকেট। 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব নিষেধাজ্ঞা পেয়েছিলেন ২০১৯ সালের ২৯ অক্টোবরে। সেই থেকে আর হোম অব ক্রিকেটে প্রবেশ করেননি বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব। মাঝে এক মাস বিকেএসপিতে অনুশীলন করেছিলেন।কিন্তু নিষেধাজ্ঞা থাকার কারণে প্রবেশ কনেনি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অবশেষে মিরপুর স্টেডিয়ামে দেখা গেল সাকিবকে।

সম্প্রতি শেষ হয়েছে সাকিবের ওপর আইসিসির নিষেধাজ্ঞার মেয়াদ। এবার মাঠে নামার পালা। চলতি মাসের শেষে শুরু হওয়া পাঁচ দলের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে ফিটনেস পরীক্ষার দিতে হবে সাকিবকে। তবে তার আগে সাকিবকে পাস করতে হবে ফিটনেস পরীক্ষায়। দিতে হবে বিপ টেস্ট। মঙ্গলবার বিপ টেস্ট দিবেন তিনি।