নওগাঁয় ভ্রাম্যমান আদলতের অভিযানে ক্লিনিক সিলগালা

নওগাঁয় ভ্রাম্যমান আদলতের অভিযানে ক্লিনিক সিলগালা

ভ্রাম্যমান আদলত নওগাঁর একটি হাসপাতাল সিলগালা করেন।

নওগাঁয় ক্লিনিকগুলোতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশ, লাইসেন্স, ডাক্তার ও মেডিকেল ডিপ্লোমা নার্স না থাকার উপর ভিত্তি করে একটি ক্লিনিক সিলগালা এবং দুইটি ক্লিনিক এক মাসের জন্য বন্ধ করে দিয়েছে। এছাড়াও ৪ টি ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টাগুলোতে অভিযান চালায় ভ্রাম্যমান আদলত। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল আলম। 

তিনি জানান, সৌদিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে হাসপাতালের পরিবেশ না থাকায় সিলগালা করা হয়েছে। নওগাঁ শিশু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্সবিহীন, ডিউটি ডাক্তার ও মেডিকেল ডিপ্লোমা নার্স না থাকায় ১০ হাজার টাকা, মান্দা ক্লিনিকে  ডিউটি ডাক্তার ও মেডিকেল ডিপ্লোমা নার্স না থাকায় ৫ হাজার, মেট্রো হাসপাতাল অস্বাস্থ্যকর পরিবেশ, ডিউটি ডাক্তার ও মেডিকেল ডিপ্লোমা নার্স না থাকায় ৫ হাজার টাকা ও শাহ নার্সিং হোমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় একটি ক্লিনিক সিলগালা ও অপর দুটি ক্লিনিক ১ মাসের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।