বিশ্বে করোনায় মৃত্যু ১২ লাখ ৯৯ হাজার ছাড়ালো

বিশ্বে করোনায় মৃত্যু ১২ লাখ ৯৯ হাজার ছাড়ালো

ফাইল ছবি।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ লাখ ৯৯ হাজার ছাড়িয়িছে। এই মহামারিতে আত্রান্তের সংখ্যা ৫ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে।

করোনাভাইরাসের তথ্য সংগ্রহকারী ওয়াল্ড মিটাররে তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১২ লাখ ৯৯ হাজার ৪০৭ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ কোটি ৩০ লাখ ৯১ হাজার ৯৮১ জন। এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৩ কোটি ৭২ লাখ ১২ হাজার ৮৫৬ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯৩৬ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৫৮৫ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৮৩ হাজার ৬৪৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৩৩২ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ৮৫ হাজার ৮৯৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ৮৮৬ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৫ দেশ ও অঞ্চরে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।