যুবলীগের কমিটিতে মাশরাফি, নিক্সন চৌধুরী

যুবলীগের কমিটিতে মাশরাফি, নিক্সন চৌধুরী

মাশরাফি-নিক্সন চৌধুরী। ফাইল ছবি।

আওয়ামী যুবলীগের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার (১৪ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন সংগঠনটির নেতারা।

অনুমোদন পাওয়া কমিটিতে সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নড়াইল-২ আসনের সাংসদ ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

এছাড়াও প্রেসিডিয়াম সদস্য হয়েছেন, শেখ সোহেল, মাঈনুদ্দীন হোসেন চৌধুরী, ব্যারিস্টার তৌফিক, বাহাদুর বেপারি, অ্যাডভোকেট বেলাল, আতাউর রহমান আতা, মোতাহার হোসেন রাজু, মনজুরুল আলম শাহিন, সুব্রত পাল, অ্যাডভোকেট মামুনুর রশীদ,  আবু আহমদ ফাহিম পাভেল, ফারুক হোসেন তুহিন, এমরান হোসেন, সুবাস চন্দ্র হাওলাদার, ফজলুর রহমান মেজবাহ, সাজ্জাদ হায়দার লিটন, আসাদুল হক আসাদ, মশিউর রহমান বাদশা এবং অধ্যাপক নবী নেওয়াজ।

যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন, বদিউল আলম বদি, হাবিবুর পবন, ব্যারিস্টার শেখ নাঈম, মাহমুদ হাসান রিপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।

সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন, সাইফুল ইসলাম দুর্জয়, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, বদিউজ্জামান সোহাগ, সাইফুর রহমান সোহাগ, এসএম জাকির, মিজানুর রহমান এবং আব্দুল হাই।

দট্তর সম্পাদক জাাহর উদ্দিন এবং উপ-দপ্তর সম্পাদক শেখ রাসেল এবং দেলোয়ার হোসেন পদ পেয়েছেন।

এছাড়াও প্রচার সম্পদক পদে মোতাহের হোসেন প্রিন্স এবং আন্তর্জাতিক সম্পাদক পদে ব্যারিস্টার আলী আসিফ পদ পেয়েছেন।