ভেড়ামারায় পুন:ব্যবহৃত ব্যান্ডরোলযুক্ত ৫০ হাজার শলাকা বিড়ি জব্দ

ভেড়ামারায় পুন:ব্যবহৃত ব্যান্ডরোলযুক্ত ৫০ হাজার শলাকা বিড়ি জব্দ

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামার রেল স্টেশনে অভিযান চালিয়ে পূন:ব্যবহৃত ব্যান্ডরোল যুক্ত ৫০ হাজার শলাকা জ্যোতি বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কুষ্টিয়া সার্কেল-২। শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে  ভেড়ামারা রেল স্টেশনে আগত ট্রেনে এ অভিযান করা হয়।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কুষ্টিয়া সার্কেল-২ সূত্রে জানা গেছে, জেলার ভেরামারা এলাকা থেকে ট্রেনে করে  পূন:ব্যবহৃত ব্যান্ডরোলযুক্ত বিড়ি  সরকারের রাজস্ব ফাকি দিয়ে  দেশের বিভিন্ন অঞ্চলে পৌছে দেওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভেড়ামারা রেল স্টেশনে আগত ট্রেনগুলোতে  অভিযান করে রাজস্ব কর্মকর্তারা । এসময় মালিক বিহীন অবস্থায় পূন:ব্যবহৃত ব্যান্ডরোলযুক্ত ৫০ হাজার শলাকা জ্যোতি বিড়ি জব্দ করে।  যার বাজার মূল্য ৩৬ হাজার টাকা । যার বিপরীতে  সরকারের রাজস্ব জড়িত আছে ১৬ হাজার ২০০ টাকা।
পরে জব্দকৃত বিড়িগুলো কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কুষ্টিয়া সার্কেল-২, ভেড়ামারা দপ্তরে নিয়ে যাওয়া হয়। জব্দকৃত বিড়ি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ভ্যাট কর্মকর্তারা জানিয়েছেন।