ইবিতে ‘গ্রীন ব্যাংকিং’ বিষয়ক পিএইচডি সেমিনার

ইবিতে ‘গ্রীন ব্যাংকিং’ বিষয়ক পিএইচডি সেমিনার

সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার।

ইসলমী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘গ্রীন ব্যাংকিং : অ্যা স্টাডি অন সিলেক্টেড কমার্শিয়াল ব্যাংকস ইন বাংলাদেশ’ শিরোনামে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের চতুর্থ তলার একটি কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহার তত্ত্বাবধানে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার। এতে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রুহুল আমিন। সেমিনারটির সভাপতিত্ব করেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার হাসান।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস শাহিদ মিয়া, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নেওয়াজ ও মার্কেটিং বিভাগের সভাপতি শাহ আলম কবির প্রামাণিক। এ ছাড়াও বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষক উপস্থিত ছিলেন।