করোনার সনদ ছাড়া যাত্রী পরিবহন, সৌদি এয়ারলাইন্সকে জরিমানা

করোনার সনদ ছাড়া যাত্রী পরিবহন, সৌদি এয়ারলাইন্সকে জরিমানা

ফাইল ছবি

নিষেধাজ্ঞার অমান্য করে কোভিড-১৯ এর নেগেটিভ সনদ ছাড়া যাত্রী পরিবহণ করার দায়ে সৌদি এয়ারলাইনসকে (সাউদিয়া) দুই লাখ টাকা জরিমানা করেছেন বিমানবন্দরে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গত সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত মোট ২৩টি ফ্লাইটে চার হাজার ৫৬ জন যাত্রী এসেছে। এসব ফ্লাইটের ছয়টিতে সনদ ছাড়া আরো ২৬৫ জন যাত্রী এসেছে। এর মধ্যে রিয়াদ থেকে আসা সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটেই ২৫৯ জন যাত্রী করোনা নেগেটিভ সনদ ছাড়া আসে। তারা সবাই প্রবাসী শ্রমিক। সনদ ছাড়া আসা যাত্রীদের উত্তরার দিয়াবাড়ী ও আশকোনা হজ ক্যাম্পের সরকারি দুটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে।

জানা গেছে, সোমবার সৌদি এয়ারলাইন্স করোনা নেগেটিভ সনদ ছাড়াই ২৫৯ জন যাত্রী নিয়ে শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে  নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ অমান্যের কারণ জানতে চান। তাঁরা প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেবেন বলে সময় চান। পরবর্তী ২৪ ঘণ্টায় কাগজপত্র দাখিল না করে আবারও যাত্রী নিয়ে আসেন করোনা নেগেটিভ সনদ ছাড়াই। এ কারণে বিমান সংস্থাটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।