হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে এই স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করা হয়। তবে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে পুনরায় বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।

এদিকে বন্দরের বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, সারাদেশে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বুধবার সরকারি ছুটি থাকায় বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সকাল থেকে বন্দরটি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

তিনি বলেন, বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্টেও পণ্য লোড-আনলোড বন্ধ আছে। বৃহস্পতিবার থেকে ফের সকল কার্যক্রম শুরু হবে।