ইতিহাসে প্রথম ব্রিটিশ শিশুদের খাদ্য দেবে ইউনিসেফ

ইতিহাসে প্রথম ব্রিটিশ শিশুদের খাদ্য দেবে ইউনিসেফ

ব্রিটিশ শিশু

জাতিসঙ্ঘ শিশু তহবিল বা ইউনিসেফ ব্রিটেনের হতদরিদ্র শিশুদের জন্য জরুরিভিত্তিতে খাদ্য সরবরাহের কর্মসূচি হাত নিয়েছে।করোনাভাইরাসের মহামারির কারণে যেসব শিশু মারাত্মক খাদ্য সংকটে পড়েছে তাদের জন্য এই পদক্ষেপ নিয়েছে বিশ্ব সংস্থাটি এবং এটিই ব্রিটিশ শিশুদের জন্য ইউনিসফের পক্ষ থেকে প্রথম এ ধরনের কর্মসূচি।

করোনাভাইরাসের কারণে ব্রিটেনের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ব্রিটেনের সাত লাখ শিশুকে খাদ্য সরবরাহ করার কর্মসূচি হাতে নিয়েছে ইউনিসেফ। সংস্থাটি বরাদ্দকৃত অর্থের একটি অংশ ব্রিটেনের চ্যারিটি স্কুলগুলোকে দেবে যাতে তারা দরিদ্র ব্রিটিশ শিশুদের সকালের নাস্তার ব্যবস্থা করে।

গত এপ্রিল মাসে ইউগভ পরিচালিত এক জরিপে দেখা গিয়েছিল, ব্রিটেনে প্রথম লকডাউন দেয়ার পর ৩০ লাখ শিশু খাদ্যসঙ্কটে পড়েছে। এছাড়া, ২৪ লাখ মানুষ বাড়িতে খাদ্য নিরাপত্তাহীনতার মাঝে ছিল।

গত অক্টোবর মাসে একই প্রতিষ্ঠান পরিচালিত আরেক জরিপে দেখা যায়, ৯ লাখ শিশু স্কুল থেকে বিনামূল্যে খাদ্য পাওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছে। সূত্র : দ্য গার্ডিয়ান, পার্সটুডে