করোনা ভ্যাকসিন নিচ্ছেন বাইডেন

করোনা ভ্যাকসিন নিচ্ছেন বাইডেন

ফাইল ছবি

আগামী সপ্তাহে করোনাভাইরাস ভ্যাকসিন নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বাইডেনের নির্বাচনী অফিসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম।

ভ্যাকসিন নিয়ে জনগণের মধ্যে আস্থা তৈরি করতেই বাইডেন ভ্যাকসিন গ্রহণ করবেন বলে জানানো হয়।

এদিকে, স্থানীয় সময় শুক্রবার (১৮ ডিসেম্বর)  বিদায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার পরিবার ভ্যাকসিন গ্রহণ করবেন বলে জানা গেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানানো হলেও কবে নাগাদ তারা ভ্যাকসিন নেবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এর আগে, ভ্যাকসিন নিয়ে জনগণের ভীতি দূর করতে বারাক ওবামা, বিল ক্লিনটনসহ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে জনসম্মুখে ভ্যাকসিন দেয়া হবে বলে খবর প্রকাশ করা হয়।