মাত্র ৩৬ রানে অলআউট ভারত

মাত্র ৩৬ রানে অলআউট ভারত

অ্যাডিলেডে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গেছে সফরকারী ভারত

বিশ্ব ক্রিকেটের এক পরাশক্তি ভারত। যারেদ ব্যাটিং লাইনআপ  সব থেকে শক্তিশালী।  এমন শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে লজ্জার ইতিহাস গড়ল ভারত ।  প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার পেস তোপে চুরমার ভারত। অ্যাডিলেডে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গেছে সফরকারী ভারত। টেস্ট ইতিহাসে ভারতের এটি সর্বনিম্ন রানের রেকর্ড। আর সব মিলিয়ে টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বনিম্ন।

প্রথম ইনিংসে ২৪৪ রান করেছিল ভারত। জবাবে অস্ট্রেলিয়া ১৯১ রানে অল আউট। দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৯ রান করেছিল ভারত। শনিবার দিনের শুরুতে হাতে ছিল ৯ উইকেট এবং ক্রিজে ছিলেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও যশপ্রীত বুমরা। ব্যক্তিগত ২ রানে বোলার কামিন্সের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন বুমরাহ। এর পর থেকেই অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে বিরাট কোহলিরা। একের পর এক উইকেট হারিয়ে ৩৬ রানে অলআউট হয়ে যায় তারা।  এর ফলে প্রথম টেস্টে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য এখন মাত্র ৯০ রানের।

 

ভারত দ্বিতীয় ইনিংস: ৩৬ (২১.২ ওভার)

(পৃথ্বী ৪, মায়াঙ্ক ৯, বুমরাহ ২, পূজারা ০, কোহলি ৪, রাহানে ০, হনুমা ৮, ঋদ্ধিমান ৪, অশ্বিন ০, উমেশ ৪*, শামি ১ (রিটায়ার্ড হার্ট); স্টার্ক ০/৭, কামিন্স ৪/২১, হ্যাজলেউড ৫/৮)।

টেস্টে ভারতের লজ্জার যত রেকর্ড

১৯৯৬ সালে ডারবানে সাউথ আফ্রিকার বিপক্ষে ৬৬ রানে অলআউট

১৯৫২ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮ রানে অলআউট

১৯৪৭ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৮ রানে অলআউট

১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানে অলআউট

২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানে অলআউট  


টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ

    ১

            নিউজিল্যান্ড ২৬/১০

      প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯৫৫)

    ২

            দক্ষিণ আফ্রিকা ৩০/১০

      প্রতিপক্ষ ইংল্যান্ড (১৮৯৬)

    ৩

            দক্ষিণ আফ্রিকা ৩০/১০

      প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯২৪)

    ৪

            দক্ষিণ আফ্রিকা ৩৫/১০

      প্রতিপক্ষ ইংল্যান্ড (১৮৯৯)

    ৫

            দক্ষিণ আফ্রিকা ৩৬/১০

      প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (১৯৩২)

   ৬

            ভারত ৩৬/১০

      প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (২০২০)