হাল্ট প্রাইজ প্রতিযোগিতা, ইবিতে চ্যাম্পিয়ন ‘টিম ফনিক্স’

হাল্ট প্রাইজ প্রতিযোগিতা, ইবিতে চ্যাম্পিয়ন ‘টিম ফনিক্স’

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে টিম ‘ফনিক্স’

ইবি প্রতিনিধি:ই্সলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস ফাইনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ডিসেম্বর রাতে অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে টিম ‘ফনিক্স’।

এছাড়া প্রথম ও দ্বিতীয় রানার্সআপ টিম নির্বাচিত হয়েছে যথাক্রমে ‘রেভলুশনারি ৪.০’ ও টিম ‘ওয়ারিওর’। হাল্ট প্রাইজের ইবি ক্যাম্পাস ডিরেক্টর রাফায়েল আহমেদ অংকন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩ ঘণ্টার বেশি সময় ধরে অনলাইন ফাইনাল কম্পিটিশন শেষে ফলাফল ঘোষণা করা হয়। এটার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন টিম রিজিওনাল কম্পিটিশনে অংশগ্রহণ করবে এবং ইবিকে প্রতিনিধিত্ব করবে। সেইসঙ্গে রানার্সআপ টিমকে সার্টিফিকেট প্রদান করা হবে।

এবারের কম্পিটিশনে বিশ্ববিদ্যালয় থেকে ৫৫টির বেশি টিম প্রথম রাউন্ডে রেজিস্ট্রেশন করে। প্রথম রাউন্ড থেকে ২১টি টিম সেমিফাইনালের (দ্বিতীয় রাউন্ড) জন্য মনোনীত হয় এবং সেমিফাইনাল থেকে ৯টি টিম অন ক্যাম্পাস ফাইনাল প্রোগ্রামের জন্য মনোনীত হয়।

সবশেষ গত ১৫ ডিসেম্বর অন ক্যাম্পাস ফাইনালে ৮টিম অংশগ্রহণ করে। পরে গ্রান্ড ফাইনালে ১টি টিমকে চ্যাম্পিয়ন ও ২টি টিমকে রানার্সআপ ঘোষণা করেন বিচারকরা।

বিচারকের হিসেবে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মো. আখতারুজ্জামান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মো. বখতিয়ার হাসান এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল আজাদ। কার্যক্রমটির কারিগরি সহায়তায় ছিলেন ইসলামী ইউনিভার্সিটি আইটি সোসাইটি।