যশোরে ২০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরে ২০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর শহরের পৌর পার্ক এলাকা থেকে আটককৃত ২০টি স্বর্ণের বারসহ পাচারকারী ইমাদুল হোসেন

যশোরে ২০টি স্বর্ণেরবার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ সোমবার (২১ ডিসেম্বর) সকালে যশোর শহরের পৌর পার্ক এলাকায় অভিযান চালিয়ে এ স্বর্ণেরবার গুলো উদ্ধার করা হয়।

আটককৃত পাচার কারীর নাম- ইমাদুল হোসেন (২৬)। ইমাদুল বেনাপোল কাগজপুর এলাকার আসলাম হোসেনর ছেলে।

৪৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো. সেলিম রেজা আজ দুপুরে ঝুমঝুমপুরে বিজিবি ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্যা জানান। তিনি জানান,একটি চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর থেকে স্বর্ণ বহন করে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আজ সকালে যশোর শহরের পৌর পার্ক এলকায় অভিযান চালিয়ে ২০ টি স্বর্নের বারসহ পাচারকারীকে  আটক করা হয় । 

তিনি আরও জানান স্বর্নের বার গুলি পাচারকারীর শরীরে বিশেষ পদ্ধতিতে লুকিয়ে রাখা  ছিলো। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩৩৪ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬৩ লক্ষ ৩৮ হাজার টাকা।

আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।