পাটুরিয়া-দৌলতদিয়ায়া ফেরি চলাচল বন্ধ , পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

পাটুরিয়া-দৌলতদিয়ায়া ফেরি চলাচল বন্ধ , পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে সকল প্রকার দুর্ঘটনা এড়াতে  পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। যার ফরে ঘাটের দুপাড়ে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় আছে য়ার ফলে ভোগান্তীতে পড়েছে যাত্রীরা।    

সোমবার (১৮ জানুয়ারি) সকালে সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল বন্ধের খবর জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা ঘাট শাখার ডিজিএম জিল্লুর রহমান।

তিনি বলেন, রোববার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত  ১২টার দিকে অস্বাভাবিক ঘন কুয়াশা পড়তে থাকলে নিকটতম বস্তুটিও দেখা সম্ভব হচ্ছিল না। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে ৩টি ফেরি মাঝ পদ্মা নদীতে নোঙ্গর করে আছে বলেও জানান তিনি।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট পয়েন্টে শত শত যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। এর পর সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ যানবাহনগুলোকে নৌরুট পারাপার করা হবে বলে জানান বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা।