মিরপুরে উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষ

মিরপুরে উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষ

ছবি : সংগৃহীত

সিটি কর্পোরেশন অঞ্চল ২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শফিউল আজমের নেতৃত্বে রাজধানীর মিরপুর ১১ নম্বরের ৩ নম্বর অ্যাভিনিউযের ৪ নম্বর সড়কে অবৈধ স্থাপনা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যেগে উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সাথে দফায় দফায় পুলিশের সংঘর্ষ হয়েছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ।

সকাল সাড়ে ১০টার দিকে সড়কের একটি স্থাপনা ভাঙতে গেলে স্থানীয় ব্যক্তিরা ডিএনসিসির কর্মকর্তা ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এরপর ডিএনসিসির কর্মকর্তারা পিছু হটেন।

কিছুক্ষণ পর কয়েক’শ পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ ডিএনসিসি আবারো উচ্ছেদের প্রস্তুতি নেয়। তবে স্থানীয়দের সাথে নেতাকার্মীদের পাল্টাপাল্টি ধাওয়া চলছে।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বেলা সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে যান।