কোম্পানীগঞ্জে হরতাল প্রত্যাহার

কোম্পানীগঞ্জে হরতাল প্রত্যাহার

প্রতীকী ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবার সম্পর্কে নেতিবাচক মন্তব্যের প্রতিবাদ ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বিচার দাবিতে কোম্পানিগঞ্জে ডাকা অর্ধদিবস হরতাল ওবায়দুল কাদেরের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে এ হরতাল প্রত্যাহার করা হয়।

এর আগে রবিবার সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত  নোয়াখালীর কোম্পানীগঞ্জে হরতালের ডাক দেয় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তির প্রতিবাদে এবং একরামুল করিম চৌধুরীকে বহিস্কারের দাবিতে  এ হরতালের ডাক দিয়েছে।   

শনিবার সকাল সাড়ে ১০টায় অবস্থান কর্মসূচী প্রত্যাহার করে হরতালের ডাক দেন বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আবদুল কাদের মির্জা।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘রাজাকার পরিবারের সন্তান’ বলে আখ্যায়িত করেন।