টিকা নিলেন জাতিসংঘ মহাসচিব

টিকা নিলেন জাতিসংঘ মহাসচিব

ভ্যকসিনের প্রথম ডোজ নেওয়ার পর জাতিসংঘের মহাসচিব গুতেরেস।

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকার প্রথম ডোজ নিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ দফতরের ওয়েবসাইটে দেয়া এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতর থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ব্রোনেক্সে অ্যাডলাই ই. স্টিভানসন হাইস্কুলে তিনি এ টিকা নেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) টিকা নিয়ে টুইটবার্তায় দিয়েছেন গুতেরেস। সেখানে তিনি বলেন, প্রথম ডোজ নিতে পেরে আমি খুবই আনন্দিত।

জাতিসংঘের মহাসচিব আরও জানান, ‘সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। করোনা মহামারি কাটাতে টিকার কোন বিকল্প নেই। নিরাপত্তা ও কার্যকর টিকাই আমাদের সুরক্ষা রাখতে পারে।’