নেত্রকোনায় ১ লাখ ২০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

নেত্রকোনায় ১ লাখ ২০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

নেত্রকোনায় ১ লাখ ২০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ- ছবি: নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় ১লাখ ২০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে ভ্রম্যমান আদালত। 

বুধবার (১০ মার্চ) উপজেলার বিশরপাশা বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন কলমাকান্দা উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জনাব মোঃ সোহেল রানা।

জানা গেছে, নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির অভিযানে ভ্রাম্যমাদ আদলত পরিচালিত হয়। সময় বাজারে বিভিন্ন দোকান থেকে ১ লাখ ২০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত রাজা বিড়ি, রোমান বিড়ি, তারেক বিড়ি জব্দ করা হয়।

এসময় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়রে দায়ে ৫ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।  একই সাথে বাজার কমিটিকে ডেকে এনে এই বিড়িগুলো যেন আর কোনদিন বাজারে আসতে না পারে এ ব্যাপারে প্রাথমিক ভাবে সতর্ক করা হয়।