মিয়ানমারে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ৭

মিয়ানমারে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ৭

মিয়ানমারে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ৭

মিয়ানমারে চলমান সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুন ও মধ্যাঞ্চলের মেইঙ শহরে এই হতাহতের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে এক বিক্ষোভকারী জানান, মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মেইঙ শহরে বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি ছুঁড়লে ছয় জন নিহত হন।তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। তারা এভাবে আক্রমণ করবে তা ভাবতেই পারিনি।’স্থানীয় এক স্বাস্থ্যকর্মীও ওই ছয় জনের মৃত্যু নিশ্চিত করেছেন।

অপরদিকে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের উত্তর দাগোন ডিস্ট্রিক্টে অপর একজন নিহত হয়েছেন বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম। ফেসবুকে বিক্ষোভকারীরা মাথার ক্ষত থেকে রক্ত ঝড়তে থাকা রাস্তায় শোয়া এক ব্যক্তির ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন।

এর আগে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিক্ষোভকারীদের দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের জন্য সামরিক বাহিনীকে অভিযুক্ত করে।

সামরিক জান্তার মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মতামত দিতে অস্বীকার করলেও জানান, বৃহস্পতিবার রাজধানী নেপিডোতে সামরিক কাউন্সিল এক সংবাদ সম্মেলন করবে।

১ ফেব্রুয়ারি তাতমাদাও নামে পরিচিত মিয়ানমারের সামরিক বাহিনী দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে এই অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী।

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বিভিন্ন শহরেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অং সান সু চিসহ বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ দমনে সামরিক ও নিরাপত্তা বাহিনীর সহিংসতায় দেশটিতে ৭০ জনের বেশি লোক নিহত হয়েছেন। অপরদিকে অভ্যুত্থানের পর থেকে গ্রেফতার করা হয়েছে এক হাজারের বেশি বিক্ষোভকারীকে।

সূত্র : রয়টার্স