তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ছবি: প্রতিনিধি

বকেয়া বেতন পরিশোধ ও কয়েকটি দাবিতে রাজধানী তেঁজগাওয়ে সড়ক অধরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।  এসময় সড়কে ত্রীব্র যানযটের সৃষ্টি হয়।

আজ সোমবার ( ১৬মার্চ) সকাল ৯ টার দিকে  তেঁজগাওয়ের তিব্বত মোড়ে  স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করে।

আন্দোলরত পোশাক শ্রমিকরা জানায়, কোন প্রকার নোটিশ ছাড়ায় তাদের  কারখানা বন্ধ করে দিয়েছে । তারা চলতি মাসের ১৪ তারিখ অবদ্ধি কারখানায় কাজ করেছে । মালিক যদি কারখানা বন্ধ করে দেয় তাহলে শ্রমিক আইন ২৬ ধারা অনুযায়ী ১২০ দিনের বেসিক বেতন দিয়ে কারখানা বন্ধ করাতে  হবে ।  তা না হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে।  

এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের সরে যেতে বলে। কিন্তু তারা সরছিলেন না। বেলা ১১টার দিকে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদবলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু শ্রমিকেরা সরেননি। তাই তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়।